ভৈরব সংবাদদাতা: ধানের বাম্পার ফলন হওয়ার পরও দেশের অন্যতম বৃহৎ পাইকারী বাজার ভৈরবে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশা বাড়ছে হাওর অঞ্চলের কৃষকদের মাঝে। মোকাম সংশ্লিষ্টরা বলছেন, ভৈরবে পাইকারী ক্রেতা কম থাকায় ধানের বাজার দরও কম। ক্রেতা বাড়লে দাম বাড়বে বলে আশা তাদের।
কিশোরগঞ্জের ভৈরব বাজার বহুকাল আগে থেকেই দেশের অন্যতম বৃহৎ ধানের মোকাম হিসেবে পরিচিত। ধানের এ মোকামটি মূলত হাওর অঞ্চল নির্ভর। প্রতি বছর হাওর থেকে এ মোকামে হাজার হাজার মণ ধান আসে। কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোণাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভৈরবের মোকামে এরইমধ্যে আসতে শুরু করেছে চলতি বোরো মৌসুমের নতুন ধান।
তবে, সার-কীটনাশকের মূল্যবৃদ্ধি, শ্রমিকের মজুরি বেড়ে যাওয়া সহ নানা কারণে এবার ধান উৎপাদনের খরচ বেড়েছে। কিন্তু বাজারে যে দামে বিক্রি হচ্ছে তাতে মুনাফা দূরের কথা উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। গুণতে হচ্ছে লোকসান।
ভৈরব খাদ্য শস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম নোমান জানালেন, পাইকার না থাকায় দাম কিছু কম। তবে পাইকার আসতে থাকলে বাজার দর আরও বাড়বে।
এ অবস্থায় কৃষককে লোকসানের হাত থেকে বাঁচানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Laiza/sat