কুষ্টিয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

প্রকাশিত: ১৮-০৫-২০২৩ ০৯:০৭

আপডেট: ১৮-০৫-২০২৩ ১১:০৬

কুষ্টিয়া সংবাদাতা: কুষ্টিয়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। গত কয়েকদিনে ১ হাজার দুইশ'র বেশি রোগি শুধু আড়াইশ’ শয্যার হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১০ শয্যার বিপরীতে ভর্তি আছে ১০গুন বেশি রোগী। তাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। 

এমন দৃশ্য কুষ্টিয়ার আড়াইশ’ শয্যা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের। ১০ শয্যার বিপরিতে চিকিৎসা নিচ্ছে একশ’ জনেও বেশি রোগী। সব বয়সী মানুষ আক্রান্ত হলেও ভর্তি থাকা অধিকাংশই বয়স্ক রোগী। 

হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় খাবার স্যালাইন ও ওষুধ সরবরাহ করলেও কাঙ্খিত সেবা নিয়ে অভিযোগ রয়েছে রোগী ও তাদের স্বজনদের। পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 

তীব্র গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানালেন আড়াইশ শয্যা হাসপাতালের চিকিৎসকরা। 

গত ১০দিনে কুষ্টিয়ার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১২শ’র বেশি ডায়রিয়া রোগী। শুধু এখানেই নয়, রোগীর চাপ বেড়েছে উপজেলার হাসপাতালগুলোতেও।  

lamia/sat