আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের রাস্তায় প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকে বহন করা গাড়ির পিছু নিয়েছিলেন একদল পাপারাজ্জি। দুই ঘণ্টার বেশি সময় ধরে বেপরোয়াভাবে তাঁদের অনুসরণ করেন তাঁরা। এতে হ্যারি-মেগান ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হতে গিয়েছিলেন। বুধবার প্রিন্সের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। নিউইয়র্কে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে মার্কেলের মা ডোরিয়া রাগল্যান্ডও ছিলেন।
প্রিন্সের মুখপাত্র জানান, বাবা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের পরে এই প্রথমবার কোনও ইভেন্টে গিয়েছিলেন হ্যারি। নিউইয়র্কের ওই অ্যাওয়ার্ড শো’তে ব্রিটিশ রাজকুমারের সঙ্গে ছিলেন মেগান ও তাঁর মা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই তাঁদের গাড়ি তাড়া করতে শুরু করে পাপারাজ্জি। নিউ ইয়র্কের রাস্তায় টানা দু’ঘণ্টা ধরে ব্রিটিশ রাজকুমারের গাড়ি লক্ষ্য করে বেপরোয়া ভাবে তেড়ে আসতে থাকে পাপারাজ্জি।
তিনি আরও জানান, দু’ঘণ্টা ব্যাপী এই ঘটনায় একাধিকবার গাড়িতে ধাক্কা লাগার আশঙ্কা ছিল। এক পথচারী ও নিউ ইয়র্ক পুলিশের দুই কর্মীর গাড়ির ধাক্কায় আহত হতে পারতেন, তবে শেষ মুহূর্তে কোনও মতে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে।
১৯৯৭ সালে এ রকমই একটি ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হ্যারির মা প্রিন্সেস ডায়ানা। সে সময় আলোকচিত্রীরা প্যারিসের রাস্তায় তাঁর গাড়ির পিছু নিয়েছিলেন। তখন দুর্ঘটনার শিকার হয়েছিলেন ডায়ানা।
Sanjida/sat