শিক্ষকদের আন্দোলনে মনিপুর স্কুলে উত্তেজনা

প্রকাশিত: ১৮-০৫-২০২৩ ১৫:৫২

আপডেট: ১৮-০৫-২০২৩ ১৫:৫২

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রধান শিক্ষক নিয়োগ ঘিরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। ফলে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। বৃহস্পতিবার (১৮ই মে) সকাল থেকে দাবি আদায়ে ক্লাস ফেলে আন্দোলনে নামেন শিক্ষকরা। 

জানাগেছে, দুপুর থেকে শিক্ষকরা বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বালিকা শাখায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তারা অ্যাডহক কমিটির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা চান মো. জাকির হোসেনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকুক।

আদালতের রায়ে এত দিন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাকির হোসেন। কিন্তু প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন তাকে অব্যাহতি দিয়ে সহকারী শিক্ষক আখলাক হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। আর এরই প্রতিবাদে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ শিক্ষকরা।  

আন্দোলনরত শিক্ষকরা জাকির হোসেনকে প্রধান শিক্ষকের দায়িত্বে বহাল রাখার দাবি জানান।

পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনিপুর স্কুলের প্রতিষ্ঠাতা শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, আজ যারা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, ক্লাসে না ফিরে বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন, তারা যদি আগামীকাল ক্লাসে না ফেরেন তাহলে সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

rocky/shimul