নিজস্ব প্রতিবেদক: বিএনপি আন্দোলন করছে করুক, তবে তাদের আন্দোলনও ঘূর্ণিঝড় মোখার মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (১৮ই মে) সচিবালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের উপকূল অতিক্রম করার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় আসছে; রাজনৈতিক ঘূর্ণিঝড়ও আসবে। সে জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি বলেন, ‘আমি আশ্চর্য হয়ে গেছি, প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার বিষয়ে মানুষ যখন শঙ্কিত, তখন মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতির সঙ্গে মেলানো বা উপহাস করা একজন রাজনীতিবিদের মানায় না। তবে মোখা তো পাশ কাটিয়ে চলে গেছে। বিএনপির আন্দোলনও সবসময় পাশ কাটিয়ে চলে যাচ্ছে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রথমবারের মতো জাতিসংঘে 'কমিউনিটি ক্লিনিক: দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ' রেজুলেশন আকারে গৃহীত হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে স্বীকৃতি দিলো জাতিসংঘ। তিনি বলেন, জাতিসংঘও আজ শেখ হাসিনার সরকারের কাজকে মূল্যায়ন করছে।
rocky/shimul