জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, প্রতিপক্ষকে ঘায়েল করতে ২০০৫ সালের ১৭ই এপ্রিল রাতে স্ত্রী ও ৫ বছরের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক রেজাউল করিম ভাদু। এই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
এদিকে মামাকে হত্যার দায়ে আলাউদ্দীন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলামের আদালত এই রায় দেন। পূর্ব শত্রুতার জেরে ২০০১ সালের ১৮ই মে রাতে নিজ বাড়ি থেকে মামা আব্দুর রশীদকে ডেকে নিয়ে পূরানাপৈল রেললাইনের পাশে শ্বাসরোধ করে হত্যা করে আলাউদ্দীন। দীর্ঘ শুনানির পর আদালত আজ এ রায় দেয়।
lamia/shimul