আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের হামলার পর বিশ্বজুড়ে যুদ্ধে ৪৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এরমধ্যে সরাসরি যুদ্ধে প্রাণ গেছে ৯ লাখেরও বেশি মানুষের। গত ২২ বছরে যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিহত হওয়া এসব মানুষদের বেশিরভাগই ইরাক এবং আফগানিস্তানের। সম্প্রতি আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে।
২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায় বিমান হামলা চালায় জঙ্গিঘোষ্ঠী আল-কায়েদার সদস্যরা। এতে প্রাণ হারান প্রায় ৩ হাজার মানুষ। এ ঘটনার পর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে গত দুই দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ও সংঘাতের মতো ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্টস অফ ওয়ার’ এর এক দল গবেষকের প্রতিবদেনে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া এবং পাকিস্তানে সরাসরি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। এদের বেশিরভাগই আফগানিস্তান ও ইরাকের নাগরিক।
শুধু তাই নয় যুদ্ধ পরবর্তী সময়ে এসব দেশে অর্থনৈতিক বিপর্যয়, চরম দারিদ্র্যতা এবং অপুষ্টিসহ নানান দুর্ভোগ চরম আকার ধারন করে। আর এতে প্রাণ হারায়৩৫ লাখেরও বেশি মানুষ।
যদিও গবেষণায় কোনো নির্দিষ্ট দেশকে সরাসরি দোষ দেয়া হয়নি। তবে আফগানিস্তানে বিপর্যয়ের পেছনে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে।
hasna/shimul