ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন: আইজিপি

প্রকাশিত: ১৮-০৫-২০২৩ ১৯:৩৪

আপডেট: ১৮-০৫-২০২৩ ২১:২৭

নিজস্ব প্রতিবেদক: জঙ্গীসহ সব বিষয় বিবেচনায় নিয়ে সিটি নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ বৃহস্পতিবার (১৮ই মে) গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই, তবে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, ‘আইনানুযায়ী আমাদের যে দায়িত্ব এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন দরকার, তা যথাযথভাবে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য পালন করছে।’

আইজিপি বলেন, ‘গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা হয়েছে। তাদের থেকে আমরা জানতে পেরেছি, কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে না। তাই আমরা আশা করছি যে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

afroza/shimul