নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাব্যবস্থা একমুখী করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৫০ বছর পূর্তির আলোচনা সভায় তারা এ পরামর্শ দেন। এসময় বাজেটে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোরও তাগিদ দেন তারা।
এসময় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ গঠনে এবং পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। পরীক্ষা ভীতির বদলে নতুন চিন্তার প্রসার ঘটাতে এই কার্যক্রম করা হয়েছে।
তিনি বলেন, ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা থেকে একমুখী শিক্ষায় ফেরা কঠিন ও সময় সাপেক্ষ। তবে একীভুত শিক্ষাক্রমের মধ্যদিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ চলছে। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী।
KNR/shimul