রাজধানীতে বাড়ছে বিবাহবিচ্ছেদ

প্রকাশিত: ১৯-০৫-২০২৩ ১৪:২০

আপডেট: ১৯-০৫-২০২৩ ১৯:১১

মুক্তা মাহমুদ: গত কয়েক বছর ধরে রাজধানীতে ধারাবাহিকভাবে বিবাহ বিচ্ছেদ বাড়ছে। প্রতি মাসে ঢাকার দুই সিটি করপোরেশনে ছয়’শ মতো বিবাহ বিচ্ছেদ রেকর্ড হয়। এর বাইরেও বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। বিচ্ছেদের আবেদনকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি। স্বার্থের সংঘাত, নয়তো পর নর-নারীতে আসক্ত, মাদকাসক্তসহ নানাকারণে বিয়ে বিচ্ছেদের ঘটনাগুলো ঘটছে। 

বিচ্ছেদ কখনো বেদনার! কখনো তা মুক্তির! অস্কারজয়ী ইরানি চলচ্চিত্র ‘আ সেপারেশন’ এর শেষ দৃশ্যর মত কখনও গুমোট দীর্ঘশ^াস। তবুও বিচ্ছেদের মত চরম সিদ্ধান্ত নিচ্ছেন স্বামী-স্ত্রী দুজনই।

ঢাকায় বিবাহ বিচ্ছেদের রেকর্ড রাখে দুই সিটি করপোরেশন। তাদের তথ্য বলছে, গেল তিন বছরে বিয়ে বিচ্ছেদের সংখ্যা বেড়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০২০ সালে, তিন হাজার ৪৪২টি বিয়ে ভেঙেছে। পরের বছর প্রায় আরো এক হাজার বেশি পরিবার ভেঙেছে। আর ২০২২ সালের নভেম্বর পর্যন্ত এ সংখ্যা পাঁচ হাজার ১২৬ টি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তালাকের সংখ্যা আরও বেশি। ২০২১ সালে বিচ্ছেদ হয়েছে মোট সাত হাজার ২৪৫টি, পরের বছর সাত হাজার ৬৯৮টি পরিবার ভেঙেছে। আর এ বছর প্রথম তিন মাসেই ১ হাজার ৬৯০ বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে।

বিয়ে বিচ্ছেদের জন্য নারীরা বেশি আবেদন করলেও বেশি ভুক্তভোগী তারাই। আইনজীবী ও সমাজবিজ্ঞানী জিনাত হুদা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাসহীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও সম্পর্কের বহুমুখী ধারা বিয়ে বিচ্ছেদের বড় কারণ।

শুধু ধর্ম, নীতিকথা, আইন কিংবা পুরুষতান্ত্রিকতা দিয়ে বিচ্ছেদ ঠেকিয়ে রাখা অসম্ভব বলে মনে করেন তিনি। 

Mukta/sat