'বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ গণতন্ত্র সুসংহত করে'

প্রকাশিত: ২০-০৫-২০২৩ ২০:৩২

আপডেট: ২০-০৫-২০২৩ ২১:১৯

নিজস্ব প্রতিবেদক: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই গণতন্ত্রকে সুসংহত করতে পারে, সেজন্য রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নীতি ও আদর্শের ভিত্তিতে সাংবাদিকদের কাজ করার তাগিদ দিলেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। শনিবার (২০শে মে) প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসার ৯২তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ বি এম মূসা এবং সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এই স্মারক বতৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ‘রাজনীতির বাঁক বদল এবং সাংবাদিকদের আদর্শ ও নীতি প্রসঙ্গ’ শীর্ষক স্মারক বতৃতা উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক আবুল মোমেন। এসময় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। 

এসময় বক্তারা বলেন, দেশে অনেক গণমাধ্যম গড়ে উঠলেও মুক্ত সাংবাদিকতার পরিবেশ নানা কারণে অনেকটা সংকুচিত। 

বক্তারা আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সফল করতে গণমাধ্যম কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

এবিএম মূসা সারাজীবন পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করেছেন। তিনি আজকের প্রজন্মের জন্য অনুকরনীয় বলেও মন্তব্য করেন বক্তারা।  

 

BRS/shimul