‘পেঁয়াজ আমদানিতে বাধ্য হবে সরকার’

প্রকাশিত: ২১-০৫-২০২৩ ১৩:১৯

আপডেট: ২১-০৫-২০২৩ ২০:৫১

নিজস্ব প্রতিবেদক: আগামী দু’একদিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসলে আমদানি করতে সরকার বাধ্য হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী জানান, পেঁয়াজ ৮০ টাকা কেজি কোনমতেই গ্রহণযোগ্য নয়। সর্বচ্চো ৪৫ টাকা কেজি হতে পারে। সরকার মনিটরিং করছে। আড়তদাররা মজুদ করেছেন কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকা আর নিষেধাজ্ঞা দিবে না সেটাই আশা করি। বরং দেশের সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে দেশটি এমনটাই জানান তিনি।

 

afroza/Bodiar