সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার করুণ দশা

প্রকাশিত: ২২-০৫-২০২৩ ১৪:১০

আপডেট: ২২-০৫-২০২৩ ১৫:০২

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার বেহাল দশা। ক্যান্সার চিকিৎসার একমাত্র বিশেষায়িত হাসপাতাল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন থেরাপির ৬টি মেশিনই নষ্ট। এছাড়া চট্টগ্রাম, ময়মসসিংহ, সিলেট, বগুড়া ও রংপুরসহ আরও কয়েকটি হাসপাতালেরও রেডিয়েশন মেশিন নষ্ট। খুলনা ও ফরিদপুর হাসপাতালের যন্ত্র দুটি ১০ বছরেরও বেশি সময় ধরে বাক্সবন্দি হয়ে আছে। বাধ্য হয়ে রোগিরা ছুটছেন বেসরকারি হাসপাতালে। 

স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ২১ বছরের শফিউল আজম। এই বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। যখন রেডিয়েশন থেরাপির প্রয়োজন হয়, তখন জানতে পারেন হাসপাতালের মেশিন নষ্ট। তাই বাধ্য হয়েই চিকিৎসা নিচ্ছেন  অন্য হাসপাতালে।

দেশের বিভিন্নপ্রান্ত থেকে ক্যান্সার রোগিরা সরকারি এই হাসপতালে আসেন চিকিৎসা পাবার আশায়। কিন্তু হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের।

ক্যান্সার চিকিৎসার অন্যতম পদ্ধতি ‘রেডিয়েশেন থেরাপি’। যা যন্ত্রের মাধ্যমে দেয়া হয়। বিভিন্ন ধরণের ক্যানসারের চিকিৎসায় কোমোথেরাপির আগে ও পরে এই থেরাপি অবশ্যই প্রয়োজন। 

হাসপাতালের পরিচালক জানালেন, সরকারি হাসপাতালের কোন কিছু মেরামত বা কেনার প্রক্রিয়া জটিল। তবে, সমস্যা সমাধানে চেষ্টা করছেন তারা।

এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ‘রেডিয়েশেন থেরাপি’ যন্ত্র বিকল। শুধুমাত্র রাজশাহীতে  রেডিয়েশন থেরাপির ১টি কোবাল্ট মেশিন চালু আছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালে সেবা না পাওয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন রোগিরা। 

 

LGR/Bodiar