ডক্টর ইউনূসের কর ফাঁকি মামলার রায় ৩১শে মে

প্রকাশিত: ২৩-০৫-২০২৩ ২০:০৯

আপডেট: ২৩-০৫-২০২৩ ২০:০৯

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজস্ব বিভাগের আয়কর ফাঁকি মামলার শুনানি শেষ করে রায়ের জন্য আগামী ৩১শে মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

আজ (মঙ্গলবার) বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এই দিন দিন ধার্য করেন। জাতীয় রাজস্ব বোর্ডের অভিযোগ, ডক্টর মুহম্মদ ইউনূস- মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি মেম্বার ট্রাস্ট ও ইউনূস সেন্টার ট্রাস্টে দানের মাধ্যমে আয়কর ফাঁকি দিয়েছেন। ২০১১, ১২ এবং ১৩ সালে এই তিন প্রতিষ্ঠানে ৭৬ কোটি ১৫ লক্ষ টাকা দান করেন তিনি। আয়কর রিটার্নে এ টাকা দান হিসেবে কর অব্যহতি দাবি করা হয়। কিন্তু এনবিআর বলছে, আইন অনুযায়ী দান কর অব্যহতি পাবেন না ইউনূস। 

বিরোধ নিষ্পত্তি করতে আইন অনুযায়ী ৩ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৪৪৮ কোটি টাকা পরিশোধ করে হাইকোর্টে রেফারেন্স এপ্লিকেশন দাখিল করেন মুহম্মদ ইউনূস। রাজস্ব বিভাগের দাবি অনুযায়ী জরিমানাসহ ইউনূসকে আরো ১২ কোটি ৪৬ লক্ষ ৭২ হাজার ৬০৮ টাকা পরিশোধ করতে হবে। এ বিষয়ে ৩১শে মে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। 

 

EHM/habib