নিজস্ব প্রতিবেদক: হোয়্যাটসঅ্যাপ এবার এডিট ফিচার নিয়ে হাজির হয়েছে। ভুল করে কোনও মেসেজ পাঠালে তা এডিট করা যাবে এখন থেকে। পাশাপাশি পাঠানো মেসেজে কোনও তথ্য যোগ করার হলে তাও এই ফিচারের মাধ্যমে করতে পারবেন। কিন্তু এই এডিট করা যাবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে।
১৫ মিনিটের মধ্যে আপনাকে মেসেজটি কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখতে হবে তারপর মেনু সেকশন থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে।
জানা গেছে, এই ফিচারের সুবিধা হল কেউ যদি মেসেজ পাঠিয়ে মনে করেন এটি এডিট করা দরকার তা করতে পারবেন, তবে মেসেজ এডিট করার জন্য নির্দিষ্ট সময় রেখেছে হোয়াটসঅ্যাপ।
এই ফিচারটি অনেক ক্ষেত্রে কার্যকর হবে। এবার থেকে মেসেজ সম্পূর্ণ ডিলিট করার দরকার পড়বে না। এডিট বাটনে ট্যাপ করেই সংশোধন করতে পারবেন।
এই ১৫ মিনিটের সময় খুব কমও না আবার খুব বেশি না বলে মত অনেকের। এই ফিচার অনেক ইউজারের কাছে কার্যকর হতে পারে। বিব্রতকর পরিস্থিতির হাত থেকে বাঁচাবে তাদের। মেটা জানিয়েছে, এই ফিচার ইতিমধ্যে রোল আউট করা শুরু হয়ে গিয়েছে।
কিছুদিন আগেই ব্যক্তিগত চ্যাট লক করে রাখার জন্য বিশেষ চ্যাট লক (WhatsApp Chat Lock) ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ।
afroza/habib