সরকার মারমুখি আচরণ শুরু করেছে: বিএনপি

প্রকাশিত: ২৪-০৫-২০২৩ ১৪:০৮

আপডেট: ২৪-০৫-২০২৩ ১৫:৪৬

নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলের কর্মসূচিকে বানচাল করতে সরকার মারমুখি আচরণ শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়।

সরকার পতনের আন্দোলনে ভীত হয়েই ক্ষমতাসীনরা হামলা-মামলার আশ্রয় নিচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, মঙ্গলবার ঢাকার সায়েন্সল্যাব এলাকায় বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে। এখন বিএনপি’র ওপর দায় চাপানো হচ্ছে। 

গত পাঁচ দিনে সারাদেশে ১৪৮টি মামলায় বিএনপির ৬৫০ নেতকর্মীকে গ্রেপ্তার ও পাঁচ হাজার নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। 

 

GM/shimul