সায়েন্স ল্যাবে সংঘর্ষের ঘটনায় ৩ মামলা

প্রকাশিত: ২৪-০৫-২০২৩ ১৭:০৬

আপডেট: ২৪-০৫-২০২৩ ১৮:৩৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট ও ধানমন্ডি থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। 

আজ বুধবার (২৪শে মে) ধানমন্ডি থানায় দুইটি এবং নিউমার্কেট থানায় একটি মামলা করা হয়।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৩শে মে) বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, একই ঘটনায় ৫২ জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। দুই মামলায় বিএনপির ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও অনেককে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার (২৩শে মে) বিকেলে সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছিল বলে দাবি করেন ধানমন্ডি থানার ওসি।

 

rocky/Bodiar