১২ বছরে পদার্পণ করল চ্যানেল টোয়েন্টি ফোর

প্রকাশিত: ২৪-০৫-২০২৩ ২০:৪৮

আপডেট: ২৪-০৫-২০২৩ ২২:২৫

নিজস্ব প্রতিবেদক: ১২ বছরে পদার্পণ করেছে বেসরকারি টেলিভিশন- চ্যানেল টোয়েন্টি ফোর। ঘরোয়া, তবে আনন্দ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ২৪ ঘণ্টার সংবাদ ভিত্তিক চ্যানেলটি। 

এ উপলক্ষে (বুধবার) সকালে তেজগাঁওয়ে চ্যানেল টোয়েন্টি ফোর কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন- অ্যাটকোর পরিচালক ও বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমের পক্ষ থেকে চ্যানেল টোয়েন্টি ফোর পরিবারকে প্রতিষ্ঠাবার্ষিকীর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। চ্যানেল টোয়েন্টি ফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী, নির্বাহী পরিচালক তালাত মামুন বৈশাখী পরিবারের ফুলের তোড়া গ্রহণ করেন।

 

SMS/Bodiar