‘দেশে আয়ের চেয়ে সম্পদের বৈষম্য দ্বিগুণ’

প্রকাশিত: ২৪-০৫-২০২৩ ২২:০৯

আপডেট: ২৪-০৫-২০২৩ ২২:০৯

নিজস্ব প্রতিবেদক: দেশে আয় বৈষম্যের চেয়ে সম্পদ বৈষম্য বেড়েছে দ্বিগুণ হারে। আয় বৈষম্য ১ দশমিক ৪ শতাংশ হলে সম্পদ বৈষম্য বেড়েছে ৩ শতাংশেরও বেশি। অর্থাৎ সম্পদের বৈষম্য ক্রমান্বয়ে ঘণীভূত হচ্ছে। এ বৈষম্য কয়েকগুণ হারে বাড়ছে। 

বুধবার রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত 'স্টেট অ্যান্ড স্কোপ অব প্রপার্টি ট্যাক্সেশন ইন বাংলাদেশ' শীর্ষক সংলাপে গবেষণার ফলাফল তুলে ধরেন বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

আলোচনায় বক্তারা, জমি পতিত না রেখে উৎপাদনশীল কাজে ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। যদি তা না হয়, তবে তারা এই ধরনের জমিতে প্রযোজ্য করের হার বাড়ানোর পরামর্শ দিয়েছেন। 

তিনি বলেন, কর ফাঁকি, করের আওতা বৃদ্ধি করতে না পারা এবং প্রাতিষ্ঠানিক অদক্ষতার কারণে রাজস্ব আদায় বাড়ছে না।

এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের কর জিডিপি অনুপাত অত্যন্ত কম। রাজস্ব আয় বাড়াতে সরকার নানামুখী সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে ভূমিকর আদায় বাড়াতে এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য ভূমি আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এক মাসে ভূমিকর আদায় হয়েছে ৩২৬ কোটি টাকা। অনলাইনে ভূমি কর আদায়ের ব্যবস্থা নেওয়ায় এটা সম্ভব হয়েছে, যা আগে কখনোই চিন্তাও করা যেত না বলে জানান মন্ত্রী।

 

FM/Bodiar