ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলো যুবক

প্রকাশিত: ২৫-০৫-২০২৩ ১১:৫৯

আপডেট: ২৫-০৫-২০২৩ ১১:৫৯

নিজস্ব প্রতিবেদক: ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে এক তরুণ। এমনকি শরীরের কোথাও আঘাতও লাগেনি তার। ঘটনাটি ঘটেছে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে গত মঙ্গলবার (২৩শে মে) কোনো এক সময়। তবে পরদিন বুধবার (২৫শে মে) ওই তরুণের বেঁচে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, আপন মনে ট্রেন লাইন ধরে হাঁটছিল এক তরুণ। হঠাৎ দেখে পেছনে মালবাহী রেলগাড়ি। ওমনি কাঁধের ব্যাগ মাথার ওপর রেখে শুয়ে পড়ে রেললাইনের মাঝে। এসময় তার উপর দিয়েই ছুটে চলে ট্রেন।

ভিডিওতে আরও দেখা যায়, বাইরে থেকে লোকজন ছেলেটিকে একটুও নড়াচড়া না করা এবং মাথা উঁচু না করার পরামর্শ দিচ্ছেন। কেউ কেউ ছেলেটির জন্য দোয়া করছিলেন। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ট্রেন থামলে সেখান থেকে বেরিয়ে আসে ওই কিশোর। এসময় দেখা যায় তার শরীরে কোনো আঘাত লাগেনি। তবে আকস্মিক ঘটনার কারণে ওই তরুণকে কিছুটা হতভম্ভ দেখাচ্ছিল।

ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তবে তরুণের পরিচয় নিশ্চিত হতে পারেননি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

 

rocky/shimul