নিজস্ব প্রতিবেদক: গাজীপুর নগরের উন্নয়নের সকলের সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত স্বতন্ত্র মেয়র জায়েদা খাতুন। বৃহস্পতিবার দিবাগত রাতে বেসরকারিভাবে জয়ী হওয়ার পর নিজ বাসভবনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান।
মেয়র জায়েদা খাতুন নগরের উন্নয়নে সকলকে পাশে রাখার কথা জানান। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে পরাজিত করে জয়ী হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। তিনি টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
এ ছাড়া, মাছ প্রতীকে আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, লাঙ্গল প্রতীকে এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২, হাতপাখা প্রতীকে গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, গোলাপ ফুল প্রতীকে মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬, ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রাশিদ ২ হাজার ৪২৬ এবং হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
Mustafiz/Bodiar