জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে নিহত ৪

প্রকাশিত: ২৬-০৫-২০২৩ ১০:০৬

আপডেট: ২৬-০৫-২০২৩ ১০:০৭

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নাগানো শহরে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে। বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির 

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নাকানো শহরে হামলাচালায় এক দুর্বৃত্ত।  এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় এক প্রবীণ নারীকে হাসপাতালে নেয়া হয়। পরে তিনিও মারা যান।

আজ শুক্রবার সকালে জাপান পুলিশের এক মুখপাত্র বিবিসিকে এ তথ্য জানান। তিনি বলেন, ভোর সাড়ে ৪টা নাগাদ ওই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। 

সন্দেহভাজন হামলাকারী ওই শহরের একটি ভবনে আত্মগোপন করেন। পরে সেখান থেকে তাঁকে আটক করে পুলিশ। 

জাপানে এ ধরনের বন্দুক ও ছুরি হামলার ঘটনা খুব একটা দেখা যায় না। এমনকি দেশটিতে হত্যার ঘটনাও খুব কম ঘটে। বিশ্বের যেসব দেশে খুবই কঠিন বন্দুক আইন রয়েছে, জাপান তার একটি।

Sanjida/sat