হকিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

প্রকাশিত: ২৬-০৫-২০২৩ ১০:৪৭

আপডেট: ২৬-০৫-২০২৩ ১০:৪৭

ক্রীড়া ডেস্ক: ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার (২৬শে মে) উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এরফলে সেমিফাইনালে খেলার স্বপ্ন এখনো ঝুলে আছে বাংলাদেশের। 

সেমিফাইনাল ও জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট পেতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। অন্যদিকে, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারে আসর থেকে বিদায় অনেকটাই নিশ্চিত উজবেকিস্তানের। 

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

 

Saju/sat