সৌদি আরব পৌঁছেছেন ১৫ হাজার হজযাত্রী

প্রকাশিত: ২৬-০৫-২০২৩ ১১:১৬

আপডেট: ২৬-০৫-২০২৩ ১১:১৬

নিজস্ব প্রতিবেদক: হজ পালনের উদ্দেশে ১৫ হাজার ২৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৬শে মে) রাত ৩টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১০ হাজার ৪৬৫ জন সৌদি আরব গেছেন।  

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। 

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আগত সরকারি ব্যবস্থাপনার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ফ্লাইটের হজযাত্রীরা মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করার উদ্দেশ্যে বৃহস্পতিবার মক্কা থেকে মদিনায় গমন করেছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭শে জুন হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে ২১শে মে। শেষ হজ ফ্লাইট ২২শে জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট দোসরা জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট দোসরা আগস্ট।   

rocky/sat