বরিশাল ও খুলনা সিটি নির্বাচন: প্রচারণায় প্রার্থীরা

প্রকাশিত: ২৬-০৫-২০২৩ ১৪:০০

আপডেট: ২৬-০৫-২০২৩ ১৭:৫৩

জেলা সংবাদদাতা: বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন মেয়র প্রার্থীরা। বরিশালে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু করেছেন সাত মেয়র প্রার্থী। শুক্রবার (২৬শে মে) সকাল ১০টার দিকে মেয়র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।  সাত মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থীর মাঝে প্রতীক দেয়া হয়।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (হাতপাখা), জাকের পার্টি মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান রূপণ (টেবিল ঘড়ি), আলী হোসেন (হরিণ) ও আসাদুজ্জামান (হাতি)।

রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। 

এদিকে, খুলনা সিটি করপোরেশনেও প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন মেয়র প্রার্থীরা। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রথমেই নৌকা প্রতীক তুলে দেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেকের হাতে। এছাড়া জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু লাঙ্গল, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল হাতপাখা ও জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক নেন।

 

FR/sat