চট্টগ্রাম প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং জামাত শিবিরের ধ্বংসাত্মক রাজনীতি, নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে আগামী ২৮শে মে চট্টগ্রামের লালদীঘির ময়দানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সভায় নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এ কথা জানান।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত মরণ কামড় দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিএনপি জামায়াতকে প্রতিহত করতে মহল্লায় মহল্লায় নাশকতা বিরোধী স্কোয়াড গড়ে তোলার নির্দেশনাও দেয়া হয় সভায়।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Kaniz/shimul