ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা চতুর্থ লিগ শিরোপা জিতে অনন্য কীর্তি গড়লো বসুন্ধরা কিংস। আজ কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৬-৪ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে কিংস। একাই চার গোল করেছেন দোরিয়েলতন গোমেজ। একটি করে গোল করেছেন রবসন রোবিনহো ও শেখ মোরসালিন।
খেলার প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধের সেই আক্রামণের ধারা অবহ্যাত রাখে অস্কার ব্রুজোনের শিষ্যরা। শেষ পর্যন্ত ৬-৪ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে বসুন্ধরা কিংস।
অন্যদিকে, কুমিল্লায় আরেক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। আর মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনী ও আজমপুর উত্তরা ফুটবল ক্লাবের খেলা গোলশূণ্য ড্র হয়েছে।
Saju/shimul