গাজীপুর সিটি নির্বাচন সরকারের কূটকৌশল : বিএনপি

প্রকাশিত: ২৬-০৫-২০২৩ ১৯:১৩

আপডেট: ২৭-০৫-২০২৩ ০৮:১৮

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচন বিরোধীদল শুন্য করতেই সরকার সারাদেশে বিএনপির কর্মসূচিতে হামলা চালানো শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র নেতারা। শুক্রবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, গাজীপুর সিটি নির্বাচনকে সুষ্ঠু হিসেবে দেখানো ক্ষমতাসীনদের কৌশলের অংশ। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন মেনে নেয়া হবে না বলে আবারও জানান বিএনপির নীতিনির্ধারক নেতারা। 

১০দফা দাবি আদায়ে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার যাত্রাবাড়ীতে এই সমাবেশ করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে দলটির সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক পথ ছেঢ়ে ক্ষমতায় থাকতে হামলা মামলার পথ বেছে নিয়েছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় ক্ষমতাসীনরা মারমুখী আচরণ করছে বলে অভিযোগ তাদের।

এর আগে, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গাজীপুর সিটি নির্বাচন সরকারের কূটকৌশলের অংশ।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর কেরানীগঞ্জে সমাবেশে হামলায় ঢাকা জেলা বিএনপির সদস্য সচিবসহ আহত হয়েছে বেশ কজন। এছাড়া খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশে যোগ দেবার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল­াহ আল নোমানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। 

 

GM/shimul