সিলেটে ইভিএম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিত: ২৭-০৫-২০২৩ ০৮:৩৮

আপডেট: ২৭-০৫-২০২৩ ০৯:৩৬

সিলেট সংবাদদাতা: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম-এ ভোটগ্রহণ কতটুকু সুষ্ঠু ও ভোটারদের জন্য কতটা সহজ হবে, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবারেই প্রথম সকল ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট হতে যাচ্ছে। তাই এ পদ্ধতিকে ভোটারদের কাছে আরও সহজ করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন ভোটার ও প্রার্থীদের অনেকে। আবার কেউ কেউ মনে করছেন ইভিএম-এ ভোট সুষ্ঠু নাও হতে পারে। ধীরগতির আশঙ্কাও করছেন কেউ কেউ। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, ইভিএমে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন করা সম্ভব। 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১শে জুন। এ নির্বাচনে প্রথমবারের মতো সবক’টি ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। কিন্তু নগরীর ভোটাররা ইভিএমে ভোটদানে অভ্যস্ত না হওয়ায় অস্বস্তি কাজ করছে অনেকের মধ্যে। 

ভোট দানের এই প্রক্রিয়াকে অনেক ভোটার জটিল মনে করছে, আবার অনেকে নতুন এ পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। আশা করছেন ভোটগ্রহণে স্বচ্ছতা থাকবে।  

সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য ইভিএমে’র মাধ্যমে ভোট দেয়ার ব্যাপারে ভোটারদের সচেতন করার দাবি জানিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। 

ইভিএম পদ্ধতি সিলেটবাসীর জন্য নতুন হলেও মানুষজন এভাবে ভোট দেয়ায় আগ্রহী বলে মনে করেন সম্ভাব্য মেয়র প্রার্থীদের কেউ কেউ। তবে কোন কোন প্রার্থী ইভিএমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, স¤প্রতি সিলেটের ৪টি ইউনিয়নে ইভিএমে সফলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আসন্ন সিটি নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে যেন সম্পন্ন হয়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

 

lamia/shimul