জেলা সংবাদদাতা: খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচরণা উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। শুক্রবার নির্বাচনী প্রতীক পাওয়ার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আজ শনিবার সকালে খুলনা নগরীর রূপসা এলাকায় প্রচারে নামেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক।
গল্লামারী এলাকায় প্রচারণা করেছেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু। এছাড়া খালিশপুর এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল।
এদিকে, বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস নগরীর বটতলা এলাকায় গণসংযোগ করেন। অপরদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম গণসংযোগ করেন নগরীর বাংলাবাজার এলাকায়। এসময় তারা নগরীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।
Mustafiz/shimul