নিজস্ব প্রতিবেদক: সামষ্টিক স্থিতিশীলতা বজায় রাখা এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তাই বাস্তবতা বিবেচনায় রেখে লক্ষ্যমাত্রা ঠিক করার পরার্মশ দেন এ সংস্থা।
আজ শনিবার (২৭ মে) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘স্টট অফ দ্য বাংলাদেশ ইকনোমি’ শীর্ষক সভায় রেমিট্যান্স প্রবাহের চিত্র তুলে ধরে সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
সংস্থাটি জানায়,আর্থিক নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় রাখথে হবে। ছোট বড় উদ্যোক্তা, সাধারণ জনগনের কথা বিবেচনায় রাখতে হবে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে। আইএমএফ এর শর্ত বাস্তবায়নে জাতীয় প্রয়োজন বিবেচনায় রেখে ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করতে হবে বলেও জানানো হয়।
সংস্থাটি আরও জানায় ,কঠিন সময় পার করছে বাংলাদেশের অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির স্বস্তিদায়ক অবস্থা ফিরিয়ে আনতে চাইলে এখনই নীতিনির্ধারকদের ব্যবস্থা নিতে হবে। ব্যাংক ঋণ খেলাপি কমাতে ব্যবস্থা নিতে হবে। টাকা পাচার বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। অর্থনীতির স্বস্তিদায়ক অবস্থায় ফিরিয়ে আনতে আসছে বাজেটে আর্থিক ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় রাখতে হবে।
KNR/shimul