জাতীয় দলে আর নয়, ক্লাবে শেখাতে চান ছোটন

প্রকাশিত: ২৭-০৫-২০২৩ ১৯:৫৩

আপডেট: ২৭-০৫-২০২৩ ২১:০৬

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় নারী দলের হেড কোচ হিসেবে আর কাজ করতে রাজি নন গোলাম রব্বানী ছোটন। দীর্ঘ দিন জাতীয় নারী দলে কাজ করা গোলাম রব্বানী এখন কাজ করতে চান ক্লাব পর্যায়ে। সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। অন্যদিকে, গোলাম রব্বানীকে ফেরাতে চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছে বাফুফে। 

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন হঠাৎই জাতীয় দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তে দেশের ফুটবল আবারো একটা বড় ধাক্কাখায়। 

প্রায় এক দশক নারী ফুটবল নিয়ে কাজ করছেন ছোটন। জাতীয় দল ও বয়সভিত্তিক সব দলকেই তিনি প্রশিক্ষণ দিয়েছেন। সাফ জয়ের পর ক্লাব পর্যায়ে কোচিংয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় জাতীয় দল নিয়ে কাজ করতেই আগ্রহী ছিলেন গোলাম রব্বানী।

শুক্রবার হঠাৎই তিনি জানালেন জাতীয় নারী দলের হেড কোচের দায়িত্ব আর পালন করতে রাজি নন। বিশ্রামের কথা বললেও, খানিকটা অভিমান আর চাপা কষ্ট নিয়েই তিনি নারী দলের দায়িত্ব ছাড়তে চান বলেই ধারণা করা হচ্ছে। 

গেল সেপ্টেম্বরে সাফ জয়ের পর আর কোন ম্যাচ খেলতে পারেনি নারী দল। দেশের  নারী ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন কথা থাকলেও সেটা এখনো অনিশ্চিত। তবে আগামী জুলাইয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ আয়োজন করছে বাফুফে। তারা জানিয়েছে, ছোটনকে ফেরাতে বাফুফে’র পক্ষ থেকে সব চেষ্টাই করা হচ্ছে। 

এরই মধ্যে মৌখিকভাবে জাতীয় নারী দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানানো গোলাম রব্বানী আনুষ্ঠানিকভাবেও শিগগিরি জানাবেন। 

 

Saju/joy