ভূমি অধিগ্রহণ শাখার কর্মকান্ড নিয়ে মন্ত্রীর ক্ষোভ

প্রকাশিত: ২৭-০৫-২০২৩ ২৩:১৯

আপডেট: ২৭-০৫-২০২৩ ২৩:১৯

চট্টগ্রাম প্রতিবেদক : ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দুপুরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

জেলার ভূমি অধিগ্রহণ শাখার কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। অনিয়ম ও হয়রানি বন্ধে জেলা প্রশাসককে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানসহ আরো অনেকে। 

 

Nishat/joy