ক্রীড়া ডেস্ক: নাটকীয় জয়ে আবারও বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। এ নিয়ে টানা ১১ বার জার্মান লিগের শিরোপা ঘরে তুললো মিউনিখের দলটি।
শনিবার (২৭শে মে) লিগের শেষ ম্যাচে কোলনকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। তাতে ৭১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে থেকে শিরোপা উৎসবে মাতে মুসিয়ালা-মানেরা।
লিগের শেষ ম্যাচের আগে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। শিরোপা ধরে রাখতে তাই শেষ ম্যাচে জিততেই হতো বায়ার্নকে। তবে তাও যথেষ্ট ছিল না বায়ার্নের জন্য। কারণ বরুসিয়া হারলে বা ড্র করলেই কেবল তাদের পক্ষে শিরোপা জেতা সম্ভব। হলোও তাই।
ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর ম্যাচে মেইঞ্জেই সাথে ড্র করেছে বরুসিয়া। আর শেষ মুহূর্তের গোলে কোলনকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই কোম্যানের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে তারা। তবে বিপত্তি বাধে ৮১ মিনিটে। পেনাল্টি থেকে সমতায় ফেরে কোলন। কিন্তু নাটকের তখনো অনেক বাকি। নির্ধারিত সময়ের মাত্র ১ মিনিট বাকি থাকতে দুর্দান্ত এক গোলে জামাল মুসিয়ালা এগিয়ে দেন বায়ার্নকে। শেষ ৫ মিনিট নার্ভ ধরে রেখে জয় নিশ্চিত করে বায়ার্ন।
এদিকে, ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে ডর্টমুন্ড। ১৫ মিনিটে ওলসেনের গোলের পর ২৪ মিনিটে ওনিশো গোল করে এগিয়ে নেন মেইঞ্জকে। বিরতির পর ৬৯ মিনিটে গুরেরোর গোলে ব্যবধান কমায় ডর্টমুন্ড। আর ৯৬ মিনিটে সুলের গোলে ফেরে সমতা।
তাতে ৩৪ ম্যাচ শেষে বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট হয় ৭১। সমান ম্যাচে বায়ার্নের পয়েন্টও ছিল ৭১। তবে বরুসিয়ার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় জার্মান লিগের শিরোপা উঠে বায়ার্নের হাতেই।
rocky/joy