ফরাসী নারী পরিচালকের হাতে পাম ডি’অর

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ০৫:৪৯

আপডেট: ২৮-০৫-২০২৩ ১৪:০৪

আন্তর্জাতিক ডেস্ক : ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ পাম ডি’ অর বা স্বর্ণপাম জিতেছে ফরাসি সিনেমা ‘অ্যানাটমি অব অ্যা ফল’। এই সিনেমার জন্য প্রশংসিত হচ্ছেন ইতিহাসের তৃতীয় নারী পরিচালক হিসেবে স্বর্ণপাম হাতে নেয়া জাস্টিন ট্রায়েট। এছাড়া জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো হয়েছেন সেরা অভিনেতা। আর সেরা অভিনেত্রী হয়েছেন তুরস্কের অভিনেত্রী মার্ভে দিজদার। 

১২ দিনব্যাপী কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান বসে উৎসবের মূল ভবন পালে দে ফেস্টিভালে। মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।  

এবারের কান চলচ্চিত্রের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়েছে ২১টি সিনেমা। যার মধ্যে ৭টি সিনেমার পরিচালকই ছিলেন নারী। তাইতো প্রথম থেকেই অনেকের ধারণা ছিলো নারীর হাতেই হয়ত উঠবে সেরার পুরস্কার। শেষ পর্যন্ত তাইই হয়েছে, ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ছবির জন্য স্বর্ণপাম জিতেছেন ফরাসি নারী পরিচালক জাস্টিন ট্রায়েট। 

কান এর ইতিহাসে তৃতীয়বার কোনো নারী নির্মাতার চলচ্চিত্র জিতে নিল এই উৎসবের সবচেয়ে বড় পুরস্কার। হলিউড তারকা জেন ফন্ডার হাত থেকে পুরস্কার নিয়ে জাস্টিন ট্রায়েট বলেন, কানের বিচারকদের এ সিদ্ধান্ত ভবিষ্যতে নারী নির্মাতাদের উৎসাহ যোগাবে। এর আগে, ২০১৯ সালে স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। 

এদিকে, ‘পারফেক্ট ডেজ’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো। ‘অ্যাবাউট ড্রাই গ্রাসেস’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন তুরস্কের অভিনেত্রী মার্ভে দিজদার। আর জোনাথন গ্লে¬জার পরিচালিত জার্মানির ছবি ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’ জিতেছে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার। 

এছাড়া, ফ্রান্সের ‘দ্য পট-আউ-ফেইউ’ ছবির জন্য সেরা পরিচালকের সম্মাননায় ভূষিত হয়েছেন ট্র্যান অ্যান হুং। আকি কাউরিসমাকির সিনেমা ‘ফলেন লিভস’ পেয়েছে জুরি পুরস্কার।

 

AAJ/prabir