নওগাঁ সংবাদদাতা: অযত্ন আর অবহেলায় জরাজীর্ন দশা নওগাঁ স্টেডিয়ামের। ময়লা, আবর্জনা আর আগাছায় ছেয়ে গেছে গ্যালারি। কিছু অংশে দেখা দিয়েছে ফাঁটল। সীমানা প্রাচীর ধসে যাওয়ায় স্টেডিয়ামটি এখন অরক্ষিত। বসে মাদকসেবীদের আড্ডা। দ্রুত স্টেডিয়ামটির সংস্কার চান জেলার খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা।
১৯৫৯ সালে ৬ একর ৬৩ শতক জমির ওপর নির্মাণ করা হয় নওগাঁ জেলা স্টেডিয়াম। ২৫ বছর পর ১৯৮৪ মাঠটির আয়তন বাড়িয়ে পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতার ৪টি গ্যালারি নির্মাণ করা হয়। পরে ২০১৬ সালে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামের ভেতরের জলাবদ্ধতা নিরসনসহ অভ্যন্তরীন সংস্কার করা হয়। তবে ৭ বছর ধরে অযতœ আর অবহেলার শিকার হয়েছে স্টেডিয়ামটি। বর্তমানে এর জরাজীর্ণ দশা।
সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। গ্যালারিতে ময়লা, আবর্জনা পড়ে থাকে। ভরে গেছে আগাছায়। কয়েকটি গ্যালারিতে দেখা দিয়েছে ফাটল। খসে পড়ছে পলেস্তারা। সীমানা প্রাচীর ধসে যাওয়ায় মাঠে নিয়মিত বসে মাদকসেবীদের আড্ডা।
স্টেডিয়ামটির এই দুর্দশার জন্য ব্যবস্থাপনার ক্রুটিকে দায়ী করলেন জেলা ক্রীড়া সংস্থার সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল।
তবে, স্টেডিয়ামটিকে ভবিষ্যতে আরো সুন্দর ও আধুনিক করার পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
সংস্কারের মাধ্যমে স্টেডিয়ামটিকে খেলার উপযোগী করে তোলা হলে এ জেলার ক্রীড়াঙ্গন খুব উপকৃত হবে বলে মনে করেন ক্রীড়াপ্রেমীরা।
AAA/Bodiar