ক্রীড়া ডেস্ক: সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় আজ (রোববার) দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক ওমানকে হারিয়ে আসরে শুভ সূচনা করে বাংলাদেশ।
তবে পরের খেলায় মালেশিয়ার কাছে বড় ব্যাবধানে হেরে যায় মামুনুর রাশেদের দল। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে কাঙ্খিত জয় লাভ করে বাংলাদেশ। তাই আজকের খেলায় জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।
অন্যদিকে, তিন ম্যাচে সমান জয় পেলেও দক্ষিণ কোরিয়া গোল ব্যাবধানে এগিয়ে। তাই এই ম্যাচে ড্র অথবা জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে।
Saju/Bodiar