যেকোনো সংঘাতের বিপক্ষে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ১২:৩৯

আপডেট: ২৯-০৫-২০২৩ ০৮:২২

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ সময় ধরে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ থাকায় দেশে উন্নয়ন হচ্ছে। সরকার কোন ধরনের সংঘাত ও অশান্তি চায় না। দেশ ও মানুষের কল্যাণ করাই লক্ষ্য। 

আজ রোববার জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। 

দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দান এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ১৯৭৩ সালে বিশ্বশান্তি পরিষদের জুলিও কুরি শান্তি পদক গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবছর সেই পদক প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখেন বিশিষ্ট জনেরা। 

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়ও তার জোরালো ভূমিকা রেখেছেন। ‘সংঘাত নয়, শান্তি’ তাঁর এই নীতি অনুসরণ করে দেশকে এগিয়ে নেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন উন্নয়ন অগ্রগতির কারণে বিশ্বের সুনাম কুড়িয়েছে। দীর্ঘদিন দেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকায় এটি সম্ভব হয়েছে।

শেখ হাসিনা বলেন, তার সরকার নৈরাজ্য, সংঘাত ও অশান্তির বিপক্ষে। দেশ ও মানুষের কল্যাণ করাই তার একমাত্র লক্ষ্য। যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

 

MRP/Bodiar