নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের মতোই সব নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
তিনি বলেছেন, যারা নির্বাচনে আসবেন তাদের সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন।
আজ (রোববার) নির্বাচন কমিশন ভবনে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সাথে গাজীপুর সিটির সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে।
মোহাম্মদ আলমগীর বলেন, বিদেশীরা কি চাইলো সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ না, সংবিধান-আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন মুক্ত। সরকারের কাছ থেকে কোন চাপ কখনোই আসেনি।
afroza/Bodiar