চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারের পর হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়েছে মাসুদ রানা (২৮) নামে এক আসামি। জেলার সদর মডেল থানা পুলিশ মাসুদকে নিয়ে মাদক উদ্ধার অভিযানে গেলে এ ঘটনা ঘটে। চারদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাসুদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পলাতক আসামি মাসুদ রানা সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী কোদালকাটি জেলাপাড়ার নাজিবুলের ছেলে।
পুলিশ জানান, গত বুধবার (২৪শে মে) একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করে বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এসময় গ্রেফতারকৃত আসামির মোবাইলে অনেকগুলো হেরোইনের ছবি দেখা যায়।
রাতে তাকে সঙ্গে নিয়েই দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে স্কুলপাড়ার একটি পাঠখড়ির মাচা থেকে কোটি টাকা মূল্যের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে। সে সময় মাসুদের দুই হাতে একটি হ্যান্ডকাফ লাগানো ছিল।
পুলিশের দাবি, ফেরার পথে ভোর ৫টার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে মাসুদ হ্যান্ডকাফ নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যায়। এরপর পুলিশ পিছু নিলেও তাকে ধরতে পারেনি। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
lamia/sat