'সারাদেশকে কারাগার বানাতে চায় সরকার'

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ১৮:৪৫

আপডেট: ২৮-০৫-২০২৩ ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক: বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে গোটা দেশকেই সরকার কারাগারে রূপান্তরিত করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৮শে মে) নোয়াখালী জেলা বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপরিচালনায় ব্যর্থ হয়ে সরকার এখন দিশেহারা। তারা অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে।  বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেপ্তার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করছে সরকার। 

তিনি বলেন, এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। নোয়াখালী জেলা বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।

আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

rocky/sat