এশিয়া সফরের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ২১:০৪

আপডেট: ২৮-০৫-২০২৩ ২১:০৪

ক্রীড়া ডেস্ক: এশিয়া সফরের জন্য বেশকিছু পরিবর্তন এনে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শনিবার (২৭শে মে) রাতে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করে বিশ্ব চ্যাম্পিয়নরা।

দুই ম্যাচেই আর্জেন্টিনার নেতৃত্বভার দেয়া হয়েছে লিওনেল মেসির ওপর। তবে বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন তারকা খেলোয়াড় থাকছেন না এই দলে। ইনজুরির কারণে দলে নেই পাওলো দিবালা, লিসান্দ্রো মার্তিনেজ ও লাওতারো মার্তিনেজ। দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।

এদিকে, দলে ফিরেছেন অভিষেকের অপেক্ষায় থাকা আলেসান্দ্রো গারনাচো, ওয়ালতার বেনিতেস, লেনার্দো বালেরদি, ফাকুন্দা মেদিনা ও জিওভানি সিমিওনে।  

চীনে আগামী ১৫ই জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর আগামী ১৯শে জুন তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ম্যাচটি  হবে অবশ্য ইন্দোনেশিয়ার মাটিতে।  

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (আয়াক্স), ওয়ালতার বেনিতেজ (পিএসভি)।  

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনজালো মন্তিয়েল (সেভিয়া), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লেনার্দো বালেরদি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দা মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), মার্কাস আকুনিয়া (সেভিয়া)।  

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), এনজো ফের্নান্দেজ (চেলসি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এজিকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস মাক আলিস্তার (ব্রাইটন), থিয়াগো আলমাদা (আটলান্তা ইউনাইটেড), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।  

ফরোয়ার্ড: লুকাস ওকাম্পোস (সেভিয়া), অ্যাঞ্জেল দি মারিয়া (ইউভেন্তুস), লিওনেল মেসি (পিএসজি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), জিওভানি সিমেওনে (নাপোলি), আলেসান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা)।  

rocky/sat