ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচ সামনে রেখে আগামীকাল সোমবার (২৯শে মে) থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের খেলোয়াড়রা প্রাথমিকভাবে অনুশীলন করবেন হেড কোচ চন্দিকা হাথুরুসিংহেকে ছাড়াই। ছুটিতে থাকায় হাথুরুসিংহে শুরুর দিকে দলের সাথে কোচিংয়ে যোগ দিতে পারবেন না।
প্রথম দিকে দলের অনুশীলনে থাকবেন ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ট্রেনার নিক লি।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলে যারা খেলেছেন তাদের নিয়েই দল গড়ার সম্ভাবনা বেশি। তবে হাতের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট সিরিজে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
SMS/sat