যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি, নিহত ৩

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ২২:১২

আপডেট: ২৮-০৫-২০২৩ ২২:১২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে মোটরসাইকেল শোভাযাত্রায় বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।  দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকাল ৫টায় এ হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, মেমোরিয়াল ডে উপলক্ষে নিউ মেক্সিকোর রেড রিভার শহরে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছিল প্রায় ২০ হাজার মোটরসাইকেল। সেখানে শনিবার বিকেল ৫টার দিকে গুলির ঘটনা ঘটে।

রেড রিভারের মেয়র লিন্ডা ক্যালহাউন বলেন, এই ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো একটি অপরাধী চক্র এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।

এদিকে গুলির ঘটনার পর সেখানে কারফিউ জারি করা হয়েছিল। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি ছিল।

রাজ্য পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। পুলিশ বলেছে, ঘটনাস্থল এখন নিরাপদ, আর কোন হামলার হুমকি নেই। 

rocky/sat