তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে এরদোয়ান

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ২২:৫৪

আপডেট: ২৯-০৫-২০২৩ ০২:৩৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলুর চেয়ে এগিয়ে রয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইতোমধ্যেই ৫০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

রোববার (২৮শে মে) স্থানীয় সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন গণনা চলছে। 

৫০ দশমিক ৬৭ শতাংশ ভোট গণনার পর এগিয়ে রয়েছেন এরদোয়ান। এর মধ্যে তিনি পেয়েছেন ৫৭ দশমিক ০৯ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৩ দশমিক ৬৪ শতাংশ ভোট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফল পাওয়া যেতে পারে। 

এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৬৪ মিলিয়ন। ৭৩টি দেশ থেকে এই ১ দশমিক ৯ মিলিয়ন তুর্কি নাগরিক এই নির্বাচনে ভোট দিয়েছেন। এই প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কামাল কিলিচদারোগলু। 

গত ১৪ই মে'র প্রথম দফা ভোটে এরদোয়ান ৪৯.৫২ শতাংশ, কিলিচদারোগলু ৪৪ দশমিক ৮৮ শতাংশ এবং সিনান ওগান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়েছিলেন। কেউ ৫০ শতাংশের বেশি না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে ভোট।

rocky/sat