বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৯-০৫-২০২৩ ১০:৫৬

আপডেট: ২৯-০৫-২০২৩ ১৬:০৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় অঙ্গীকারবদ্ধের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত বাংলাদেশের সদস্যরা অদম্য কর্মদক্ষতায় বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে যাচ্ছে। 

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে তেজগাঁওে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে ‘পিস কিপার্স ডে রান’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী পিস কিপার্স ডে এর উদ্বোধন করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের অবদান বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। 

 

sanjida/Bodiar