মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৯-০৫-২০২৩ ১২:৪৮

আপডেট: ২৯-০৫-২০২৩ ১৪:৪৭

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশের কারণেই মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে।

আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার ও সৈনিক পরিবারের সদস্য এবং আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সংঘাত নয় শান্তি চাই। যে কোনো সংঘাত আলোচনায় সমাধান চাই। অস্ত্র প্রতিযোগিতা আমরা চাই না। সংঘাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে। শান্তির জন্য যা যা করার দরকার, বাংলাদেশ তাই করবে।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রয়েছে বলেই গণতান্ত্রিক পরিবেশ মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে।

 

sanjida/Bodiar