‘মার্কিন ভিসা নীতির কারণে বিএনপি চাপের মুখে’

প্রকাশিত: ২৯-০৫-২০২৩ ১৩:৪৭

আপডেট: ২৯-০৫-২০২৩ ১৬:০৮

নিজস্ব প্রতিবেদক : মার্কিন ভিসা নীতির কারণে বিএনপি চাপের মুখে পড়েছে। এখন তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন প্রতিরোধ বা প্রতিহত করার চেষ্টা করলে তাদের ক্ষতি হবে। সেই সুযোগ অনেক কমে গেছে। তাদের নির্বাচনে আসতে হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা নীতি অনেক দেশের জন্যই তারা ঘোষণা করে। কোনটা প্রকাশ করে কোনটা করে না। 

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়েও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে; তাদের এ নিয়ে কোন মাথা ব্যথা নেই। এতে প্রমাণ হয় আন্তর্জাতিক অঙ্গনেই বিএনপি'র  দাবি গ্রহণযোগ্যতা পায় নাই।

 

Sumyia/Bodiar