সিসিক নির্বাচন: আপিল করলেন যারা

প্রকাশিত: ২৯-০৫-২০২৩ ১৭:৩০

আপডেট: ২৯-০৫-২০২৩ ১৭:৩০

সিলেট সংবাদদাতা: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন তিনজন মেয়র ও  ১০ জন কাউন্সিলর প্রার্থী।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩ জন প্রার্থী আপিল করেছেন।

মেয়র পদে আপিল করেছেন, মোহাম্মদ আব্দুল মান্নান খান, জাহিদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহ্ জাহান মিয়া। তারা সকলেই স্বতন্ত্র মেয়র প্রার্থী।

এরআগে গত ২৫শে মে ১১ জন মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। একই সাথে সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আগামীকাল মঙ্গলবার আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

আগামী ২১শে জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Kaniz/sat