ঝালকাঠি সংবাদদাতা: বিএনপির সময় দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
আজ (সোমবার) দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
সভায় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যার ফলে এদেশের মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করতে পারছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল¬াহ পনির, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল আরাফাত লেলিনসহ অন্যন্যরা।
অনুষ্ঠানে উগ্রবাদ প্রতিরোধে একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
Nishat/sat